কক্সবাজারে ধরা পড়লো অচেনা পাখি, পিটে বাধা ডিজাটাল ডিভাইস

কক্সবাজারের মহেশখালীতে একটি পাখি ধরা পড়েছে যার পিঠে বাঁধা রয়েছে একটি ডিভাইস। পাখিটি কোন প্রজাতির এবং কোথা থেকে এলো সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ধলঘাঁটার ৮ নম্বর ওয়ার্ডের একটি ব্রিজ থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় এক যুবক। ধলঘাঁটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান জানান, সোমবার বিকেলে পাখিটি ব্রিজের ওপর বসেছিল। তখন স্থানীয় যুবক নোমান পাখিটি ধরে ফেলেন। ধরার পর নোমান দেখতে পান পাখিটির পিঠে একটি ডিভাইস বাঁধা আছে। এ সময় নোমানের সন্দেহ হয় এবং তিনি পাখিটি চেয়ারম্যানের কাছে নিয়ে যান। চেয়ারম্যান কামরুল আরও বলেন, তিনি পাখিটি নিয়ে দেখেন ক্যামেরা যুক্ত ডিভাইস পিঠে শক্ত করে বাঁধা। তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাখিটি উনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসানের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষানিরীক্ষা করে দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ সংবাদ