‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি’ বিজয়ী হলেন কথাসাহিত্যিক মোহাম্মদ অংকন

সাহিত্য ডেস্ক:গত ২৯ সেপ্টেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কারের ৬ষ্ঠ আসরের চূড়ান্ত ফলাফল। এ বছর মোট পাঁচজন লেখক এ পুরস্কার লাভ করেছেন। প্রিয় বাংলা প্রকাশনের অফিসিয়াল ফেসবুক থেকে এ ঘোষণা দেওয়া হয়। পাঁচজন বিজয়ী লেখকের মধ্যে উপন্যাস বিভাগে বিজয়ী হয়েছেন তরুণ লেখক ও কথাসাহিত্যিক মোহাম্মদ অংকন। তিনি “কঙ্কাল রহস্য” উপন্যাসের পাণ্ডুলিপির জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন। এ নিয়ে এই লেখক তিনবার পাণ্ডুলিপি পুরস্কারে ভূষিত হলেন।

পুরস্কার বিজয়ের অনুভূতির কথা জানিয়ে লেখক মোহাম্মদ অংকন জানান, ‘প্রিয় বাংলা প্রকাশন আয়োজিত ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার’-এ উপন্যাস ক্যাটাগরিতে আমি বিজয়ী হয়েছি। এটি আমার জন্য নিঃসন্দেহে আনন্দের খবর ও বড় প্রাপ্তি। আমার জন্য সকলে দোয়া করবেন। আমার সাথে বিজয়ী সবাইকে অভিনন্দন। আর যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের জন্য শুভ কামনা করি। আবারও চেষ্টা করুন, সফল হবেন। আমি নিজেও তৃতীয়বারের চেষ্টায় সফল হলাম।’

ইতোমধ্যে লেখকের সাথে প্রকাশনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর সম্পন্ন হয়েছে। পুরস্কারের অর্থ হিসেবে ৫০০০ টাকার চেকও তুলে দেওয়া হয়েছে লেখকের হাতে। এ প্রসঙ্গে প্রকাশক এস এম জসিম ভূঁইয়া জানান, ‘প্রকাশনা জগতে “প্রিয় বাংলা” একটি পরিচিত নাম। গত ছয় বছর ধরে নিয়মিতভাবে পাণ্ডুলিপি পুরস্কার আয়োজন করে আসছি। ইতোমধ্যে এ পুরস্কারটি সাহিত্যাঙ্গনে বেশ প্রশংসা কুড়িয়েছে এবং বহু লেখকের আকাক্সিক্ষত পুরস্কারে পরিণত হয়েছে। অন্যান্যবারের মতো এবারও মোট পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন লেখককে বিজয়ী করা হয়েছে। বিজয়ী লেখকদের পাণ্ডুলিপিগুলো গ্রন্থাকারে প্রকাশ হবে প্রিয় বাংলার খরচে। পুরস্কার প্রাপ্ত প্রত্যেক লেখক ৫০০০ টাকা করে লেখকসম্মানী পাবেন। পাশাপাশি সম্মাননা ক্রেস্ট, সনদ এবং আনুষ্ঠানিক স্বীকৃতিও দেওয়া হবে। দ্রুতই একটি অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যাঙ্গনের বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে বিজয়ী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ এবং ক্রেস্ট তুলে দেওয়া হবে।’

উল্লেখ, মোহাম্মদ অংকন ইতোপূর্বে ‘পাপড়ি-করামত আলী পাণ্ডুলিপি পুরস্কার-২০১৯’ ও ‘লিখিয়ে পাণ্ডুলিপি পুরস্কার-২০২১’ অর্জন করেছেন। এরইমধ্যে এই লেখকের ১৫টি বই প্রকাশ হয়েছে। নিয়মিত লেখালেখি করছেন দেশ-বিদেশের বাংলা পত্র-পত্রিকা, ম্যাগাজিন ও সাময়িকীতে। তার এই পুরস্কার প্রাপ্তিতে অসংখ্য লেখক ও শুভকাক্সক্ষী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ