৩৭০০ কোটি টাকা লোপাট, হাইকোর্টে দুদকের প্রতিবেদন দাখিল

আর্থিক প্রতিষ্ঠানে ৩ হাজার ৭০০ কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেয়া পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুদক সময় চাইলে আগামী ৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন হাইকোর্ট। দুদক আরও জানিয়েছে, ৩ হাজার ৭০০ কোটি টাকা লোপাটে বাংলাদেশ ব্যাংকের পাঁচ গভর্নরসহ কর্মকর্তারা জড়িত ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পিকে হালদারসহ অর্থপাচারের ৩৪টি মামলার তদন্তকাজ চলছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গত ১৮ অক্টোবর হাইকোর্টের দেয়া আদেশের পরিপ্রেক্ষিতে আদালতে দুদকের আইনজীবী এই প্রতিবেদন উপস্থাপন করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

সর্বশেষ সংবাদ