বগুড়ায় আইনজীবী চাঁন হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চাঁন হত্যার ঘটনায় একাধিক মামলার আসামি রঞ্জন আলীকে(৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের কলোনী চকফরিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জনই চাঁন হত্যার মূল পরিকল্পনাকারী বলে দাবি করছে র‌্যাব।গ্রেফতার রঞ্জন আলী ওই এলাকার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে। তার নামে চারটি হত্যা এবং একটি অস্ত্র মামলা রয়েছে।রবিবার দুপুর একটার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার(সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম। তিনি বলেন, বগুড়া শহরের চকফরিদ এলাকার শিক্ষানবিশ আইনজীবী এবং বিএনপির রাজনীতিতে যুক্ত আব্দুল বারী চাঁনের সাথে রঞ্জনের সাথে জমিজমা নিয়ে বাকবিতন্ডা ছিল। এর জের ধরে গত ১ নভেম্বর সকাল সোয়া ৯টার দিকে আদালতের উদ্দেশ্যে রওনা হন আব্দুল বারী চাঁন। এসময় আগে থেকে উৎ পেতে থাকা রঞ্জনের চাচা শ্বশুর আব্দুর রহিম, শ্যালক মেহেদীসহ চার-পাঁচজন মিলে আব্দুল বারী চাঁনকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শজিমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চাঁন মারা যান। এ ঘটনার পর থেকেই পুলিশের পাশাপাশি র‌্যাব আসামীদের ধরতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার ‘মূল পরিকল্পনা’ রঞ্জনকে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হন্তান্তরসহ বাকি আসামীদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ