পুর্ব বগুড়ার চরাঞ্চলে এখন ঘোড়াগাড়ী ফসল পরিবহনের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে।সময়ের প্রয়োজনে সনাতনী চাকার বদলে ব্যবহার করা হচ্ছে মটরের টায়ার।আবার মালামাল বহনের সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে চওড়া পাটাতন।প্রতিবিঘা জমির ফসল পরিবহনে নেওয়া হচ্ছে ৬/৭শ টাকা। ছবিটি নেওয়া হয়েছে ধুনটের বিল চাপড়ী এলাকা থেকে।
.ঘোড়াগাড়ীর আধুনিক রুপ
10 months ago
14 Views
