স্টাফ রিপোর্টার:কোলকাতার হালিশহরে অ-আ-ক-খ নাট্যমেলায় দর্শক মন জয় করে বুধবার সকালে দেশে ফিরেছেন বগুড়া থিয়েটারের নাট্যকর্মীরা। গত ১৭ ডিসেম্বর ভূতবাগান অডিটরিয়ামে ‘শান্তিরক্ষক’ নামে একটি নাটক মঞ্চায়ন করে তারা। প্রায় ১০ বছর পর বগুড়া থিয়েটারের শান্তিক্ষক নাটকটি পুনরায় মঞ্চায়িত করেছে।শান্তিরক্ষক মূলত একটি বিদ্রুপাত্মক নাটক। নাটকটি রচনা করেছেন বিষ্ণু বসু, নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না। এই নাটকে প্রশাসনের একটি দপ্তরে সাধারণ মানুষের হেনস্থার চিত্র তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দ্বীন মোহাম্মদ দীনু, অলক পাল, সুপিন বর্মন এবং মিজানুর নিয়ম।অ আ ক খ দলপ্রধান, বিশিষ্ট নাট্য অভিনেতা ও নির্দেশক দেবাশীষ নন্দী জানান, ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট নাটক মঞ্চায়ন করতে না পারলেও বগুড়া থিয়েটারের বন্ধুরা যে দায়বদ্ধতা দেখিয়ে মাত্র তিন দিনের মধ্যে তাদের পুরাতন প্রযোজনার একটি নাটক মঞ্চায়নের যে বলিষ্ঠ মানসিকতা দেখিয়েছে তা অনন্য।পশ্চিমবঙ্গের বিদগ্ধ নাট্য সমালোচক, ৪৫ বছর ধরে থিয়েটার পত্রিকার সম্পাদনা পর্ষদের সদস্য প্রতুল কুন্ডু বগুড়া থিয়েটার ও নাট্য মেলায় মঞ্চায়িত বগুড়া থিয়েটারের শান্তিরক্ষক নাটকের সমালোচনায় বলেন, দুই বাংলাতেই নাটকে অকপট সত্য উচ্চারণের সাহস কমে যাচ্ছে, যা মোটেও হবার কথা নয়। বগুড়া থিয়েটার নাট্যজগতের এক উজ্জ্বল নাম। সে কারণেই তারা সাহস করেছে এমন নাটক মঞ্চায়নের। এ নাটকে প্রত্যেক অভিনেতা তাদের নিজ নিজ অভিনয়ে যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা দর্শক মনে জায়গা করে নিতে বাধ্য।শান্তিরক্ষক নাটকের অভিনেতা অলক পাল জানান, আয়োজক সংগঠন অ আ ক খ দলের প্রতিটি সদস্য বগুড়া থিয়েটারের অভিনেতাদের যে আন্তরিকতা প্রদর্শন করেছেন তা অভূতপূর্ব। এমন আয়োজনে নাটক মঞ্চায়ন করে ও থিয়েটার কর্মীদের সাথে ভাব বিনিময়ের মাধ্যমে প্রত্যেক নাট্যকর্মী নিজেকে শাণিত করতে পারেন।তিনি আরও জানান, অ আ ক খ নাট্য উৎসবে কোলকাতার ১৫ টি দল ও বাংলাদেশ থেকে শুধু বগুড়া থিয়েটার আমন্ত্রিত হয়েছিল। উৎসবে মোট ১৬ টি নাটক মঞ্চায়িত হয়।নাটক মঞ্চায়ন শেষে অ আ ক খ এর পক্ষ হতে দেবাশীষ নন্দী ও বগুড়া থিয়েটারের পক্ষ হতে দ্বীন মোহাম্মদ দীনু পরষ্পর দুটি সংগঠনের মাঝে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
কোলকাতার হালিশহরে নাট্যমেলায় দর্শক মন জয় করে ফিরল বগুড়া থিয়েটারের নাট্যকর্মীরা
9 months ago
10 Views

You may also like
সর্বশেষ সংবাদ
সারিয়াকান্দিতে জাতীয়পাটির প্রাথীর জনসংযোগ
9 hours ago
তানোরে হাটের জায়গা দখল নিয়ে উত্তেজনা
9 hours ago
কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
9 hours ago
নবীনদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়
10 hours ago
তানোরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
10 hours ago
গাবতলীতে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ডিসি
10 hours ago