বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ৫১তম শপথ গ্রহণ বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া যুবলীগ নেতার শ্রদ্ধাঞ্জলি

টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি-বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান  অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের অনুপ্রেরণায় এবং  অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: আবুল হাসনাত মিল্টন  ও অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীমের নির্দেশে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও যুবলীগ, অস্ট্রেলিয়ার পক্ষে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড, অস্ট্রেলিয়ার ছাত্র প্রতিনিধি কাউন্সিলের সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য ও সাউথ অস্ট্রেলিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক (প্রস্তাবিত) নাজিউল খান বীর পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং  বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পরিবারের সকলের শারীরিক  সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
উল্লেখ্য যে, ১৯৭২ সালের ১২ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আকবর আলী খানের দৌহিত্র তাহমিদ রহমান খান , ঢাকা জেলা শ্রমিক লীগ নেতা রাসেল মিয়া এবং টুঙ্গিপাড়া উপজেলার অন্যান্য  ব্যক্তিবর্গ ।
তারপর ছোট তালাবের পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের মাতা সহ শেখ পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গের কবর জিয়ারত করেন।  শেষে তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

সর্বশেষ সংবাদ