ধর্ম নিয়ে কটুক্তি করায় লালমনিরহাটে যুবক গ্রেফতার 

লালমনিরহাটের পাটগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় পরিমল শর্মা(২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭জানুয়ারী) রাতে উপজেলার বাউরা বাজার থেকে তাকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা আনিসুর রহমানের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পরিমল শর্মা(২৭) উপজেলার বাউড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের গৌরচন্দ্র শর্মা ছেলে। সে বাউরা বাজারের নরসুন্দর এর কাজ করেন।
খোঁজ নিয়ে জানা যায়,শেষ বিকেলের আলো’ নামের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে আসছিলেন পরিমল শর্মা। বিষয়টি জানা জানি হলে মঙ্গলবার রাতে উপজেলার বাউরা ইউনিয়নের  এশার নামাজ শেষে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় মুসল্লীরা মন্তব্যকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ও বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম মিরন বলেন, অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল বন্ধ করেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বাউরা এলাকার বাসিন্দা আনিসুর রহমান এ ঘটনা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। রাতেই ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।  দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ