রংপুরে জব ফেয়ার আইটি’র কর্মশালা অনুষ্ঠিত 

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষে হাতে কলমে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান ব্যবস্থায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রংপুরের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়াস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রংপুর কার্যালয়ের সামনে দিনব্যাপী জব ফেয়ার আইটি’র কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রতিষ্ঠানের সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক, মেকানিকাল, ওয়েট প্রসেসিং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা শেষে ডিপ্লোমাধারী শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রায় ২০/২৫ জনের চাকরির নিমিত্তে ভাইবা নেয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক (কোর্স এক্রিডিটেশ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এস এম শাহজাহান, উপ-পুলিশ কমিশনার (রংপুর মেট্রো) মহিদুল ইসলাম (পিপিএম)।
ইন্সটিটিউট’র অধ্যক্ষ এম শামীম কায়সারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মাহবুবুল আলম সরকারসহ কারিগরি সংশ্লিষ্ট ১৫টি ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ। কর্মশালার কর্মসূচীর মধ্যে উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে অতিথিদের ফুল ও ক্রেষ্ট প্রদান, জাতীয় সংগীত ও আলোচনা শেষে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের ভাইবা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সর্বশেষ সংবাদ