পলাশবাড়ীতে দু’টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ লাখ টাকা জরিমানা টাকাসহ আগুন নিভিয়ে দেয়া হয়েছে। ভাটা বন্ধের নির্দেশসহ মালিক পক্ষের ভাটা না চালানোর মুচলেকা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে অবস্থিত ইটভাটা দু’টিতে অভিযান চালানো হয়। শরিফুল ইসলামের মালিকানাধীন এমএসএ ব্রিকস-এ ৬ লাখ এবং সেলিম মিয়ার এসএসবি ব্রিকস-এ ৫ লাখসহ ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযোগে জানা যায়, ভাটা এলাকাটি ৩ ফসলি কৃষি জমির অবস্থান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান লাগোয়া।

উপরন্ত প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়াই ভাটা দু’টি পরিচালিত হয়ে আসছিল। থানা পুলিশ টিমের সহায়তায় অভিযানকালে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও ডিফেন্সের একটি টিম তাৎক্ষণিক পানি নিক্ষেপের মাধ্যমে ভাটার আগুন নিভিয়ে দেন। এছাড়া একইসময় স্ব-স্ব মালিক পক্ষ পরবর্তীতে তাদের ইটভাটা আর চালাবেন না বলে লিখিত মুচলেকা দেন বলে জানা যায়। রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারকের নেতৃত্বে পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ সংবাদ