দুপচাঁচিয়ার তালোড়ায় জুটমিলের গুদামে অগ্নিকান্ড ॥ প্রায় ৩কোটি টাকার ক্ষতি

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ-বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার এন্ড ডাইভারসিফাইট জুট মিলের পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৯জানুয়ারি রোববার রাত সাড়ে ৯টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৩কোটি টাকার পাট পুড়ে গেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত জুটমিল মালিক সুভাষ প্রসাদ কানু বলেন, সম্ভবত বৈদ্যুতিক খুঁটির সংযোগ স্থল থেকে বিস্ফোরণের কারণে এ আগুন লেগে থাকতে পারে। এ অগ্নিকান্ডে গুদামে রক্ষিত ৪’শ ৫০টন পাটের বেশির ভাগ পাটই পুড়ে গেছে। এতে আমার প্রায় ৩কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া স্টেশনের সাব অফিসার সুলতান আহম্মেদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ও কাহালু স্টেশনের দু’টি ইউনিট এবং বগুড়া সদর স্টেশনের একটি ইউনিট প্রায় ৩ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ উর্দ্ধতন কর্মকর্তাদের তদন্তের পরই জানানো যাবে।

সর্বশেষ সংবাদ