বিনোদন ডেস্ক : ফেসবুকে যখন সহশিল্পী, ভক্ত-অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দিচ্ছেন, তখন উত্তরবঙ্গের জনপ্রিয় মডেল আলো আক্তার তিন্নি’র জন্মদিনে অভিজাত জিভে জল রেস্টুরেন্টের হল রুমে উপস্থিত হন রাজা নয়ন রায়। আলো সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছেন তাঁর এই পছন্দের নায়কের আগমনে। “আলো বলেন, প্রতিবার অনেক শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত দিয়ে পালন করি দিনটি তবে এবার আমার প্রিয় নয়ন রায় আসায় অনেক খুশি আমি। কিছু দিন আগে তাঁর জন্মদিনে গিয়েছিলাম অনেক মজা হয়েছিল, তাই আমিও চেয়েছি তাঁকে আমার জন্মদিনে বিনোদনের জন্য। ইচ্ছা ছিল সব শিল্পী, কলাকুশলীদের নিয়ে আরও ধুমধাম করে জন্মদিনটা পালন করবেন। বলেন, ‘বহু ফোন কল পেয়েছি।” “রাজা নয়ন রায় বলেন, বগুড়া মিডিয়া পাড়ায় প্রায় সবাই আমাকে অনেক ভালোবাসে। আমাকে বেশ কিছু দিন আগে থেকে কয়েকবার ডেকেছেন আলো। আমার প্রিয় একজন মডেল তিনি, যদিও বহু আগে কাজ করার কথা থাকলেও কোন কারণে করা হয়ে ওঠেনি। তবে কাজ না করলেও আমরা একজন অন্যকে সম্মান করি। তাঁর স্বামী আলআমিন ভাইয়ের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। তাই শত কাজের ফাঁকে আমার উপস্থিতি।” উক্ত আয়োজনে ছিলেন, মডেল সুমি, তানিশা, আশা সহ আরও অনেকে। রাজা নয়ন রায় নিজের হাতে কেক খাইয়ে তাঁর জন্মদিনে আনন্দ উপভোগ করে শেষ পর্যন্ত সময় কাটান সেখানে। আয়োজনে ছিল নাচ-গান, ভোজন, ফটোসেশন সহ অনেক কিছুই।
জনপ্রিয় মডেল আলো’র জন্মদিনে রাজা নয়ন রায়
1 month ago
5 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে পিস্তলসহ ২ যুবক আটক
12 hours ago
তানোরে পোষাক বাজারের দ্বিতীয় শোরুম উদ্বোধন
12 hours ago
বগুড়া সান্তাহার রেলস্টেশনে ভুয়া টিসি গ্রেপ্তার
12 hours ago
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিন্দা ও প্রতিবাদ
12 hours ago
ধুনটে কৃষকের ঘরে অগ্নিকান্ড, পুড়ে মরেছে ১ গরু ৫ ছাগল
12 hours ago