বগুড়ার ধুনট ও শেরপুরে বাম গণতান্ত্রিক জোটের গণপদযাত্রা অনুষ্ঠিত

গণতন্ত্র, গণতান্ত্রিক প্রা-প্রতিষ্ঠান রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কার কর। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাও৷ গ্রাম শহরে রেশন চালু কর-জনজীবন রক্ষার দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্র ঘোষিত জাগরণ যাত্রা কর্মসুচির অংশ হিসাবে আজ: ২৬ ফেব্রæয়ারী’২৩ বেলা: ১১:৩০ টায় বগুড়া জেলার ধুনট উপজেলা জিরো পয়েন্ট, ধুনট সিএনজি স্ট্যান্ড, হুকুম আলী বাস স্ট্যান্ডে পদযাত্রা করে পথ সভা অনুষ্ঠিত হয়। এই দাবীতে বিকাল:৪:০০ টায় শেরপুরে কলেজ রোড, সান্ন্যাল পাড়ায় পদযাত্রা করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহŸায়ক সাইফুল ইসলাম পল্টু সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ সদস্যসচিব দিলরুবা নূরী,জেলা সদস্য সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, সিপিবি ধুনট উপজেলা সভাপতি সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক বিভূতিভূষণ শীল, সিপিবি শেরপুর উপজেলা সভাপতি হরি সংকর সাহা, বাসদ উপজেলা আহŸায়ক দেলোয়ার হোসেন,সিপিবি ধনট উপজেলা সদস্য সামছুল হক ভোলা, আদিবাসী পরিষদ নেতা, বাসদ ধুনট সংগঠক স্বপন কুর্নিদাস প্রমুখ।
পদযাত্রার পথসভায় নেতৃবৃন্দ বলেন, দেশের সমগ্র নির্বাচনি ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ক্ষমতাসীন দল দেশে আরও একটি একতরফা নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে যাচ্ছে। নির্বাচন পুরোপুরি টাকার খেলায় পর্যবসিত হয়েছে। ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা প্রবর্তনসহ এই সমগ্র নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া গণতান্ত্রিক পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নিবার্চনের কোন অবকাশ নেই। এ কারণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে বর্তমান সরকারের পদত্যাগ, সকল দল ও সমাজের অপরাপর অংশের মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ গোটা নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। তাই নেতৃবৃন্দ গোটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার দাবি জানান।

সর্বশেষ সংবাদ