বগুড়া অফিস-বগুড়ার শেরপুরে আনিছুর রহমান নামে এক কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বগুড়া শেরপুর উপজেলার চন্ডেরশ্বর এলাকার মো. গোলাম হোসেনের ছেলে মো. তছলিম উদ্দিন ওরফে তছু। আর যাবজ্জীবন দণ্ডিতরা হলেন, শেরপুর উপজেলার চন্ডেরশ্বর এলাকার আব্দুল হামিদের ছেলে মো. ফারুক হোসেন ও উপজেলার ছোট টুনিপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. আব্দুল আলিম। নিহত আনিছুর রহমান চণ্ডেশ্বর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে ছিলেন। গত ২০১৭ সালের ১২ জুন বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার আলতাদিঘী এলাকার বোডের হাট তিনমাথা মোড়ে মেসার্স আখি ও রাফি ট্রেডার্স নামের নিজ দোকানের ভিতরে চাকু দিয়ে কুপিয়ে ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আনিছুরকে আহত করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। ওই দিনেই নিহতের মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে থানায় মামলা করেন। এসব তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি। তিনি জানান, আসামীদের সঙ্গে আনিছুরের দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ছিল। এর ধারাবাহিকতায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে। সেটি নিয়ে বিচার-সালিশও বসে। কিন্তু মিমাংসা হয়নি। এরই জের ধরে আনিছুরকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় আসামিরা গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জুলাই চার্জশিট দেয় পুলিশ। এরপরে দীর্ঘশুনানি শেষে আসামি তছলিমকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর ফারুক ও আব্দুল আলীমকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করে বিচারক। এপিপি নাছিমুল করিম হলি বলেন, রায় ঘোষণার সময় তিন আসামি উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দু’জনের যাবজ্জীবন!
3 weeks ago
5 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে পিস্তলসহ ২ যুবক আটক
12 hours ago
তানোরে পোষাক বাজারের দ্বিতীয় শোরুম উদ্বোধন
12 hours ago
বগুড়া সান্তাহার রেলস্টেশনে ভুয়া টিসি গ্রেপ্তার
12 hours ago
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিন্দা ও প্রতিবাদ
12 hours ago
ধুনটে কৃষকের ঘরে অগ্নিকান্ড, পুড়ে মরেছে ১ গরু ৫ ছাগল
12 hours ago