আইসিএমএবি খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের নতুন চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত

দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান পদে জনাব মো. আরিফুর রহমান এফসিএমএ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান জনাব আজিজুর রহমান এসিএমএ, সেক্রেটারি জনাব মো. হাবিবুর রহমান শেখ এফসিএমএ ও ট্রেজারার পদে জনাব কে এম নিয়ামুল হক এফসিএমএ নির্বাচিত হন। গতকাল (মঙ্গলবার) খুলনার সিএমএ ভবনে অনুষ্ঠিত কেবিসির এক সভায় তাদেরকে ২০২৩ সালের জন্য নির্বাচিত করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান জনাব অশোক কুমার দেবনাথ এফসিএমএ ।

নতুন চেয়ারম্যান ইতোপূর্বে কেবিসির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কোম্পানি সচিব পদে কর্মরত আছেন। জনাব আরিফ ২০০৪ সাল থাকে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি স্যোশাল এক্টিভিটিস ফর এনভারমেন্ট((ঝঅঋঊ) এর সাথে জড়িত ছিলেন। তিনি খুলনা আযম খান সরকারি কর্মাস কলেজ থেকে এম.কম ও এশিয়ান ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি আইসিএমবির একজন ফেলো সদস্য।

ভাইস চেয়ারম্যান জনাব আজিজুর রহমান ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

সেক্রেটারি জনাব মো. হাবিবুর রহমান শেখ আনসার-ভিডিপি উন্নয়ণ ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন।

ট্রেজারার জনাব কে এম নিয়ামুল হক পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত আছেন।

 

সর্বশেষ সংবাদ