থানচি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ৪০টি দোকান ও বাড়ি

বান্দরবানের থানচি উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪০টি দোকান ও বাড়ি। আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। থানচি বাজারের লোকজন জানিয়েছেন, বাজারের দক্ষিণ পাশে পুরোনো ঝুলন্ত সেতুসংলগ্ন একটি বাড়ির রান্নাঘর থেকে সকালে আগুনের সূত্রপাত হয়। বাঁশ ও গাছের তৈরি ওই রান্নাঘর থেকে আগুন দ্রুত পাশের বাজারের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৪০টি দোকান ও বাড়ি পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলো পাহাড়িদের খাবারের দোকান ছিল বলে জানিয়েছেন থানচি উপজেলার ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা। ফায়ার সার্ভিসের থানচি স্টেশন কর্মকর্তা পেয়ার মোহাম্মদ বলেন, বাজারের ওই অংশটি খাড়া ঢালে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তাৎক্ষণিক হিসাবে বাজারের প্রায় ৪০টি দোকান ও বাজারসংলগ্ন বাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের থাকার জন্য আপাতত ব্যবস্থা করা হবে। গত বুধবার সকালে অগ্নিকাণ্ডে থানচি উপজেলার বলীপাড়া বাজারের অন্তত ৬০টি দোকান পুড়ে গেছে। বলীপাড়া বাজারটি উপজেলা সদর থেকে ১৯ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর আগে ২০২০ সালের ২৭ এপ্রিল থানচি উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সর্বশেষ সংবাদ