বগুড়ায় গোপালবাড়ি হামিউচ্ছুন্নাহ দারুল উলূম ইসলামিয়া মাদরাসা ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বগুড়া সদরের শাখারিয়া ইউপির গোপালবাড়ি হামিউচ্ছুন্নাহ দারুল উলূম ইসলামিয়া মাদরাসার ৩য় তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের প্রকৌশলী মোঃ মোবারক, শাখারিয়া ইউপির চেয়ারম্যান এনামুল হক রুমি, সাবেক চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ হাসান জাহিদ হেলাল, সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী সরদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বাশার মানিক, ইউপি সদস্য ফটু মিয়া, আঃ রাজ্জাক, অত্র মাদরাসার প্রতিষ্টাতা ডাঃ হাফিজার রহমান, মুহতামিম আলহাজ্ব কারী তোফাজ্জল হোসেনসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি এবং অত্র প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়েছে।