গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া হিজাবুন-নূর-বালিকা দাখিল মাদ্রাসার জায়গা জবরদখলের চেষ্টা ও বাউন্ডারী ওয়াল ভেঙে ফেলার প্রতিবাদে সোমবার সকাল ১০টায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম স্বপন, সদস্য আব্দুল মজিদ, জহুরুল ইসলাম, মাদ্রাসার সুপার আব্দুল বাছেদ, সহ-সুপার আব্দুর রশিদ, শিক্ষক আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, শামীমা ফেরদৌসী বিলকিছ খানম, আরেফিন জাহান, আলতাফুননেছা, মোস্তাফিজার রহমান, আ. ন. ম. ওহেদুজ্জামান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার জায়গা জবর দখলের চেষ্টা করে বাউন্ডারী ওয়াল ভেঙে ফেলে হয়েছে। এতে প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসার বাউন্ডারী ওয়াল আবার নির্মাণ করে দেওয়ার জোর দাবী করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১৪সেপ্টেম্বরে উক্ত মাদ্রাসার বাউন্ডারী ওয়াল ভেঙে ফেলে ৫লাখ টাকার ক্ষতিসাধন করার অভিযোগ এনে মাদ্রাসার সুপার আব্দুল বাছেদ বাদী হয়ে সোনাকানিয়া গ্রামের আইনুল হক, আমিনুল ইসলাম, আশরাফুল আলম, আল আমিন ও নজরুল ইসলাম দুখুকে অভিযুক্ত করে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটি তদন্তনাধীন রয়েছে বলে জানা গেছে।
গাবতলীতে মাদ্রাসার জায়গা দখল ও ওয়াল ভেঙে ফেলায় মানববন্ধন
1 week ago
2 Views
