আবু সাইদ বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামসুল আলম’কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা যায়, এক মাস পূর্বে একটি চেকের মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই সুত্র ধরে গত রবিবার দিবাগত রাতে নওগাঁ সদরের কোন এক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও ওসি (তদন্ত) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তারা জানায় ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়েছে।