মরদেহ শনাক্ত, মুকুলের বাড়ি শাজাহানপুর শেরপুর থেকে ইজিবাইকসহ নিখোঁজ, নন্দীগ্রামে লাশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পর পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৮)। স্ত্রীসহ পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মুকুল শাজাহানপুর উপজেলার খাদাশ এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। শেরপুর উপজেলার বাঘমারা এলাকার মোমিন পার্ক (সাউদিয়া) সংলগ্ন পুকুরপাড় এলাকায় শশুরবাড়িতে থাকতেন। ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গত শুক্রবার দুপুরে জেলার শেরপুর থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন মুকুল। পরদিন শনিবার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা থেকে কল্যাণনগর রাস্তারধারে ঠাকুরান পুকুর বড়চাপরা এলাকার ধানক্ষেতের পানিতে ওপর হয়ে পড়ে থাকা অবস্থায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ। মুখ পানির দিকে থাকায় অনেকের ধারণা যুবককে চুবিয়ে হত্যা করা হতে পারে। গলায় এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ঠোঁটে এবং নাকের পাশে রক্ত দেখা যায়। তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।
গতকাল রোববার তার মরদেহ শনাক্ত করেন স্ত্রী ও স্বজনরা। লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি মামলা) দায়ের হলেও ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ইজিবাইক চালক মুকুলের সঙ্গে তার স্ত্রীর বনিবনা ছিল না। সংসারে অশান্তি লেগেই থাকতো। এনিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। সম্প্রতি শেরপুর থানা থেকেও স্বামী-স্ত্রীর বিবাদ মিটিয়ে দেয়া হয়। কয়েকদিন পরেই মুকুলের লাশ উদ্ধার ঘটনাটি পুলিশকে ভাবিয়ে তুলেছে। ইজিবাইক ছিনতাইয়ের পর হত্যা? মৃগীরোগ বা স্ট্রকের কারণে হঠাৎ মৃত্যু? নাকি স্ত্রীর সঙ্গে বনিবনা না থাকায় পরিকল্পিতভাবে কেউ ঘটনাটি ঘটিয়েছে! রহস্য উন্মোচনে পৃথক তদন্তে নেমেছে নন্দীগ্রাম ও শেরপুর থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান বলেন, দু-একদিন পর জানবেন। তিনি রহস্যজনক লাশ উদ্ধারের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা প্রকাশ করতে চাননি।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি, তদন্ত চলছে। শুক্রবার দুপুরে শেরপুরের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন মুকুল। পরদিন নন্দীগ্রামে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইজিবাইকটি পাওয়া যায়নি। সে কি কারণে বা কিভাবে এখানে এসেছে এবং তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।