নবীনদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়

সাবিনা ইয়াসমিন, রাবি প্রতিনিধি:-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ আজ। তাদের পদচারণায় মুখরিত মতিহারের সবুজ চত্বর।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকেই রঙিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে তাদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যা বাড়তে থাকে।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিদিনের চেয়ে একটু অন্যরকম সাজে ক্যাম্পাসে এসেছেন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। পরিচিতির মাধ্যমে বরণ করে নেন বিভাগের শিক্ষকরাও। এ যেন অন্য রকম এক উৎসব!

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নতুনদের আগমনে নতুন রুপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ঘুরাফেরা ছিল লক্ষণীয়। তবে পুরাতনদের ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের আগমন ছিল চোখে পড়ার মতো।

নবীন বরণ অনুষ্ঠান শেষে সবাই যখন একাডেমিক ভবন থেকে বেরিয়ে আসেন তখন যেন আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন, চোখে-মুখে নতুন উদ্যোম। অনেকে আবার বসে পড়েছেন আনন্দ আড্ডায়। প্রবীণদের কেউ কেউ আবার গান ধরেছেন মনের আনন্দে। ক্যাম্পাসের পুরোটায় এক আনন্দঘন পরিবেশে।

পরীক্ষা দিতে এসে রাবিতে পা রাখতেই মন কেঁপে উঠে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুপা আক্তারের। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এতো সুন্দর ও গুছানো বিশ্ববিদ্যালয় খুব কম দেখেছি। আমি পরিক্ষা দিতে এসে এ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখে
সত্যিই অবাক হই। বাস থেকে নেমে বিশ্ববিদ্যালয়ে পা রাখতেই আমার মন কেঁপে ওঠেছিল। তখন এর কারণ বুঝতে সমস্যা হলেও রেজাল্ট এর পর বুঝতে পারলাম এটাই হচ্ছে আমার আগামী গন্তব্য। একটি সুন্দর, পরিষ্কার এবং নির্মল বাতাশের শহরে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত।

পঞ্চগড় থেকে বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে ভর্তি হয়েছে সোহান নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, প্রথম ক্লাসের অনুভূতি আলাদা। রাত থেকেই খুব এক্সাইটেড ছিলাম। কখন সকাল হবে, কখন ১০টা বাজবে। বিভাগের শিক্ষকরাও খুব আন্তরিক। তারা আমাদেরকে ফুল,কলম ও ফালই দিয়ে বরণ করে নিয়েছেন।

শেরপুর থেকে নিজের অবিভাবককে সঙ্গে নিয়ে এসেছেন নবীন শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন শানু।জানতে চাইলে তিনি বলেন, স্বপ্নের ক্যাম্পাসে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করে আলাদা এক অনুভূতির সাথে পরিচয় হলাম।