বগুড়ায় ২য় বিভাগ ফুটবল লীগে খেলায় ১-১ গোলে ড্র

স্টাফ রিপোর্টার: বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায়, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন, বগুড়া এর আয়োজনে ২য় বিভাগ ফুটবল লিগ ২০২৩-২৪ এর গতকাল এর খেলায় রেইন ফুটবল একাডেমী ১-১ গোলে সৃজনী সংঘ এর সহিত ড্র করে। খেলায় ১ম অর্ধের ২৮মিঃ শাওনের প্যানাল্টি গোলে সৃজনী সংঘ ১-০ গোলে এগিয়ে যায়। ১ম অর্ধে আর কোন দল গোল করতে না হওয়ায় সৃজনী সংঘ ১-০ গোলে এগিয়ে থাকে। খেলার ২য় অর্ধে ১৫মিঃ মাথায় আলামিন ১টি গোল করলে খেলায় ১-১ গোলে সমতা ফিরে আসে। খেলায় রেইন ফুটবল একাডেমীর আলআমিন করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা পরিচালনা করেন- জাহিদুল ইসলাম, সহকারী রেফারী- শফি মামুন, হাসান ইমাম, চতুর্থ রেফারী ছিলেন- স্বপ্নিল।