স্টাফ রিপোর্টার: বুধবার সকাল ৯.৩০ ঘটিকায়, শহীদ চান্দু স্টেডিয়ামে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, ১ম বিভাগ ক্রিকেট লিগের এর খেলায় কৈগাড়ী ক্রিকেট ক্লাব ৩৪ রানে শহীদ নজরুল স্মৃতি সংঘকে কে পরাজিত করে। টসে হেরে কৈগাড়ী ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ১০উইকেট হারিয়ে ১৯৬রান করে। দলের পক্ষে বাচ্চু-৫১, বাবু-৩৬, ইফতি-৩৪, সঞ্জয়-২৬ রান করে প্রতিপক্ষের বোলার কাউয়ুম, সরিফুল, ও সাব্বির-২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে শহীদ নজরুল স্মৃতি সংঘ ৪৮.৩ ওভারে ১০উইকেটে ১৬২ রান করে। দলের পক্ষে শরিফুল-৬৫, মাহফুজ-২৯, শামীম-২০ রান করে। প্রতিপক্ষের বোলার রিপন-৩টি, বাচ্চু-২টি ও তোহান-২টি করে উইকেট লাভ করে। খেলায় কৈগাড়ী ক্রিকেট ক্লাবের এর বাচ্চু ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। ম্যাচ পরিচালনা করে- সাজু ও জিতু। আজকের খেলায় অংশগ্রহণ করবে চক সুত্রাপুর বয়েজ ক্লাব বনাম গুঞ্জণ গ্রুপ স্পোর্টিং ক্লাব।