প্রেস বিজ্ঞপ্তি-অদ্য ২৮/৯/২০২৩ তারিখ, সকাল ৯.৩০ ঘটিকায়, শহীদ চান্দু স্টেডিয়ামে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, ১ম বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় চকসুত্রাপুর বয়েজ ক্লাব ২উইকেটে গুঞ্জণ গ্রুপ স্পোর্টিং ক্লাবকে কে পরাজিত করে। টসে হেরে গুঞ্জণ গ্রুপ স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ৩৮.৩ ওভারে ১০উইকেট হারিয়ে ১০৫রান করে। দলের পক্ষে সৌমিক-১৯, জাকির-১০ রান করে প্রতিপক্ষের বোলার সৌকত-৩, রাজু-৩ করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে চকসুত্রাপুর বয়েজ ক্লাব ৪০.৪ ওভারে ৮উইকেটে ১০৬রান করে। দলের পক্ষে রাজু-২৬, রাহিম-১৪, ওভি-১৩, পল্লব-১২, রান করে। প্রতিপক্ষের বোলার নাকিব, শুভ ও সবুজ-২টি করে উইকেট লাভ করে। খেলায় চকসুত্রাপুর বয়েজ ক্লাবের এর রাজু ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। আজকের ম্যাচ পরিচালনা করে- রুবেল ও গৌরাঙ্গ। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে আলেয়া পোল্ট্রি ফার্ম ক্রিকেট ক্লাব বনাম এমবি ক্রিকেট ক্লাব।
১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২২-২৩ চক সুত্রাপুর বয়েজ ক্লাব জয়ী
2 months ago
21 Views

You may also like
সর্বশেষ সংবাদ
আসাদের নেতৃত্বে পবা-মোহনপুরে বইছে ঐক্যের হাওয়া
2 months ago
শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
2 months ago
সাপাহারে উচ্চ মূল্যের ফল ফসলের চারা বিতরণ
2 months ago
গাবতলীতে বিএনপি ও ছাত্রদলের ২নেতা গ্রেফতার
2 months ago