বগুড়ার কথিত সাংবাদিক টুটুলের মাদক মামলায় যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:জয়পুরহাটে মাদক মামলায় এসএম হারুনুর রশিদ ওরফে টুটুল (৪২) নামে কথিত সাংবাদিককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি নৃপেন্দ্র নাথ মন্ডল।দন্ডপ্রাপ্ত হলেন বগুড়া শহরের মালগ্রামের (কারমাইকেল রোড) মৃত আবু তাহেরের ছেলে বলে জানা গেছে। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি সকাল ৭টায় জেলার পাঁচবিবি উপজেলার বেড়াখাই সড়কে স্কুল ব্যাগে রাখা ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ হারুনুর রশিদ ওরফে টুটুলকে (৪২) গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল, দুটি ডিএসএলআর ক্যামেরা, জেটিভি নামক আইপিটিভির লগোযুক্ত মাউথ স্পিকার ও বজ্রশক্তি পত্রিকার পরিচয়পত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই আনিছুর রহমান বাদী হয়ে হারুনুর রশিদ ওরফে টুটুলকে আসামী করে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।তদন্ত শেষে ওই বছরের ৩১ জানুয়ারি হারুনুর রশিদ ওরফে টুটুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন রায়হান নবী।

সর্বশেষ সংবাদ