আদমদীঘির সাংবাদিক মনসুরের হামলাকারী এক সপ্তাহেও শনাক্ত হয়নি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাবের আদমদীঘি প্রতিনিধি মনসুর আলীর উপর হামলাকারীরা এক সপ্তাহেও শনাক্ত হয়নি। এ নিয়ে আদমদীঘি উপজেলার সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। আহত সাংবাদিক মনসুর আলী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গত বুধবার (২৫ অক্টোবর) আদমদীঘি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এদিকে সাংবাদিক মনসুর আলীর উপড় হামলাকারি দুর্বৃত্তদের শনাক্ত করে অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবী জানিয়ে আদমদীঘি প্রেসক্লাব থেকে বিবৃতি দিয়েছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মোমিন খান।
উল্লেখ্য : গত ১৮ অক্টোবর সাংবাদিক মনসুর আলী পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে সান্তাহার নতুন বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে রাত ১০ টায় সান্তাহার বাঁশহাটি এলাকায় এক দল দুর্বত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারী মারপিটে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর গত ২৫ অক্টোবর আদমদীঘি থানায় অজ্ঞাতদের আসামী করে একটি লিখিত এজাহার দেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রজাউল করিম জানান, হামলাকারি শনাক্তসহ গ্রেফতার তৎপরতা চলছে।