বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অদ্য ২৭/১০/২০২৩ খ্রি. বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি শুকনা গাঁজাসহ আসামী ১। মোঃ সায়েদুল ইসলাম (২৫), পিতা-মোঃ ফজলু প্রামানিক, মাতা-ছিনবানু, সাং-খনিয়াগাছ মন্ডলপাড়া, ইউনিয়ন- পূর্ব কালমাটি, ওয়ার্ড নং-০৩, থানা-লালমনিহাট সদর, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়। যার অবৈধ
বাজার মূল্য আনুমানিক=৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ রায়হান কবির, এসআই (নিঃ) এসএম আব্দুল আজিজ, এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন, কং/মোঃ শফিকুল ইসলাম, কং/মোঃ চমক মেহেদী, কং/মোঃ শাহীন ইসলাম, কং/মোঃ মাসুম মিয়া, কং/মোঃ জাহিদ হাসান, নারী কং/মোছাঃ রিফা সোনিয়া এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)
একটি মামলা দায়ের করা হয়েছে।