স্টাফ রিপোর্টার:শিক্ষা মন্ত্রী দিপুমনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে অপপ্রচারের অপপ্রচারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বুধবার রাতে একটি সাধারন ডায়রী হযেছে। সাধারন ডায়রী করেছেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম ভুইয়া রুমেল। সাধারন ডায়রীতে উল্লেখ করা হয়েছেশিক্ষমন্ত্রী দিপু মনির নামে মিলি সুলতানা ও জায়মা রহমান নামের ফেসবুক পেজ থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যা একজন সাধারন নাগারিক হিসাবে সাধারন ডায়রী কে মর্মাহত করেছে। এটা একটি দন্ডনীয় অপরাধ বলে সাধারণ ডায়রীকারী মনে করেন। মিথ্যা অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই ফেসবুক আইডি ও পেজ এর বিরুদ্ধে তদন্ত করে সামজিক নিরপত্তা আইনে ব্য্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনেকে অনুরোধ জানানো হযেছে।
শিক্ষামন্ত্রীর নামে ফেসবুক ও পেজে অপপ্রচারের বিরুদ্ধে বগুড়ায় জিডি
5 months ago
101 Views
