স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘সব শিশুকে সঙ্গে নিয়ে বদলে দেব এ পৃথিবী’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার সকালে শিশু একাডেমী মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)’র এর পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এনসিটিএফ’র সভাপতি তাসনিম ফারহান স্নেহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সিও সংস্থার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলা, এনসিটিএফ’র সাবেক সভাপতি সোয়াদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেদওয়ান আহম্মেদ রাতুল, সাবেক সাধারণ সম্পাদক আজমীর হোসেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক শিশুদের হাতে কম্বল ও মাস্ক তুলে দেন অতিথিবৃন্দ।
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ
3 weeks ago
8 Views

You may also like
সর্বশেষ সংবাদ

