সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরঙ্গামারীত ভয়াবহ অগিকান্ডে বসত বাড়ি, গুদাম সহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড় ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ডের পূর্ব দিকে ভুরুঙ্গামারী-সোনাহাট সড়কের পাশে পশ্চিম গছিডাঙ্গা এলাকায় এই অগিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, অগিকান্ডে সেকান্দার আলী ব্যাপারীর ৮ কক্ষ বিশিষ্ট বাড়ি পুড়ে যায়। বাড়িটির ৪টি কক্ষ সোনাহাট সিএন্ডএফ এজেন্ট রাবিউল ইসলাম ভাড়া থাকতেন। এছাড়া সেখানে কুমিল্লা বেকারী ও শিশির ট্রেডার্সের গুদাম ছিল। অগিকান্ডে বাড়ির ৮টি কক্ষই ভস্মীভূত হয়। ভাড়াটিয়া রাবিউল ইসলাম জানান, অগিকান্ডে তার বাসায় থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, একটি মাটরসাইকল, আসবাপত্র ও জমির দলিল সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কুমিল্লা বেকারীর স্বত্বাধিকারী দীন মোহাম্মদ জানান, গুদামে থাকা তেল, ডালডা, চিনি, ময়দা, পলিথিন সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শিশির ট্রেডাসের মালিক সামসুর রহমান শিশির জানান, আমার প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানির প্রায় ৫ লাখ টাকার ভোজ্য পণ্য ছিল। আগুনে সব পুড়ে গেছে। ব্যবসায়ী সিকান্দার আলী ব্যাপারী জানান, ৮ কক্ষ বিশিষ্ট বাসার চাল, দরজা-জানালা ও ছাদ আগুনে পুড়ে গেছে। এছাড়া বাসার দেয়ালে ক্ষতিগ্রস্ত্ হয়েছে। এতে তার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগিকান্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্ল এসে প্রায় এক ঘটাঊর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, আগুন লাগার কারূ জানা যায়নি। অতিসত্বর তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
ভুরুঙ্গামারীতে অগিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত
2 weeks ago
6 Views

You may also like
সর্বশেষ সংবাদ
১৮ বছর পর ফেসবুকে মেয়েকে খুঁজে পেলেন বাবা
11 mins ago
৫ম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
15 mins ago
ফরিদপুরে দুই ইউপি চেয়ারম্যান কারাগারে
20 mins ago
ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ১৫
22 mins ago
ইউপি সদস্য হত্যায় নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড
24 mins ago
হাওয়ায় ভাসতে ভাসতে ট্রেন ছুটল ৬২০ কি.মি বেগে
25 mins ago

