দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার(আইএসপি) এর উত্তরাঞ্চল মালিকরা মতবিনিময় সভা করেছেন। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোল সিস্টেম(জোনাল আইএসপি) পরিচালক মাহমুদুর রহমান মিথুন, হেল্পলাইন(জোনাল আইএসপি) জিন্নাতুল রায়হান রনি, ক্যাটাগরি আইএসপির পরিচালক শরিফুল আলম মাসুদ, তানভীরুল আলম, আবু সাঈদ সনি, আতিকুর রহমান কমল, হারুনুর রশিদ দেওয়ান, বেলাল হোসেন, আইয়ুব আলী প্রমুখ। সভায় বগুড়া ও জয়পুরহাটের ইন্টারনেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগোরেটরি কমিশন(বিটিআরসি) বিধি মেনে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে নর্থ বেঙ্গল আইএসপি অনার্স নামের একটি সংগঠনের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
দুপচাঁচিয়ায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার উত্তরাঞ্চল মালিকদের মতবিনিময়
2 weeks ago
9 Views

You may also like
সর্বশেষ সংবাদ
জিতে ১০ পয়েন্ট পেলো বাংলাদেশ
8 hours ago
তালহার মোস্তাকিমের ৩য় মৃত্যু বার্ষিকী আগামীকাল
10 hours ago
বগুড়া জেলা আওয়ামী লীগ এর শোক বার্তা
11 hours ago

