গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৩০জানুয়ারী বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার গাবতলীতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোমিনুল হক শিলুর পক্ষে কাজ করার লক্ষ্যে আ’লীগ ও সহযোগী সংগঠনের এক মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিএম মুসা পেস্তা। আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোমিনুল হক শিলু, জেলা পরিষদের সদস্য ফয়সাল খান জনি, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, আ’লীগ নেতা মাহবুব মিলটন, হুমায়ন আলম চাঁন্দু, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী, আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক অটল, উপজেলা কৃষকলীগের আহবায়ক হায়দার, যুগ্ম আহবায়ক ফোরকান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন, উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব লিমন পাইকার, ছাত্রলীগ নেতা রয়েল, পান্না, বিপ্লব সরকার, কৌশিক আহম্মেদ, বিপ্লব হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু। শেষে ২৪সদস্য বিশিষ্ট পৌর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
গাবতলীতে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা
3 weeks ago
10 Views

You may also like
সর্বশেষ সংবাদ
শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ
2 hours ago
গাইবান্ধায় রেডক্রিসেন্টের কম্বল বিতরণ
2 hours ago
বগুড়া জেলা বিএনপির সমন্বয় সভায়-মিনু
2 hours ago

