গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে মাঠের পুকুরে আজিজার এর সাটার মিলের সামনে আক্কেলপুরগামী যাত্রীবাহী বাস(জয়পুরহাট-ব-০৫-০০০৩) আগুন লেগে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিয়নের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে দুই জন সামান্য আহত হওয়ার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের লিডার আবু মোতালেব বলেন, যাত্রীবাহী বাসটির পেছনের চাকা বাস্ট হয়ে পেছনে থাকা গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। নিমিশেই আগুনটি পুরো বাসে ছড়িয়ে পড়ে । এসময় বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে বেড়িয়ে পড়ে। ফলে কারও তেমন কোনো ক্ষতি হয়নি। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।