স্টাফ রিপোর্টার: বগুড়ায় মহাসড়কসহ সব রুটের যান চলাচল বন্ধ ঘোষনার একষন্টা পর অবরোধ প্রত্যাহার করেছে মোটর মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো। বৃহষ্পতিবার এ অবরোধের ডাক দেওয়া হয়। জেলা মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমাদের মোটর মালিক সমিতির কমিটি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। মামলাটি চলমান থাকাবস্থায় জেলার এডিএম বৃহস্পতিবার মোটর মালিক গ্রুপের অফিসে গিয়েছিলেন। তিনি অফিস দখল করার জন্য অফিসে গিয়েছিলেন। কিন্তু তিনি এভাবে অফিসে যেতে পারেন না। মামলার তারিখ ছিল গত মঙ্গলবার কিন্তু বিচারক অসুস্থ্য থাকার কারণে ওইদিন বসতে পারেননি।অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সালাহ উদ্দিন আহমেদ বলেন, গত ৬ জানুয়ারী মোটর মালিক গ্রুপের নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব পাই। নির্বাচন সুষ্ঠু ভাবে করার জন্য শহরের চারমাথা এলাকার মোটর মালিক গ্রুপের অফিসে যাই। একারনেই এখানে আসা। শুক্রবার বিকেলে এ বিষয়ে তাদের সঙ্গে একটি বৈঠক করা হবে।জেলা প্রশাসনের এমন অশ^াসের পর মোটর মালিক গ্রুপ অবরোধের একঘন্টা পর তা প্রত্যাহার করে নেয়।
বগুড়ায় মহাসড়ক ১ ঘন্টা অবরোধ
2 weeks ago
15 Views

You may also like
সর্বশেষ সংবাদ
জিতে ১০ পয়েন্ট পেলো বাংলাদেশ
5 hours ago
তালহার মোস্তাকিমের ৩য় মৃত্যু বার্ষিকী আগামীকাল
7 hours ago
বগুড়া জেলা আওয়ামী লীগ এর শোক বার্তা
7 hours ago

