দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু এলাকার পরিবেশকদের সমিতি দুপচাঁচিয়া শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমটি গঠনের লক্ষ্যে ৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা সমিতির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় মহন্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩বছরের জন্য আহম্মেদুর রহমান বিপ্লব ও আফছার আলীকে উপদেষ্টা করে ১৬সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আফজাল হোসেনকে সভাপতি, সেলিম রেজাকে সিনিয়র সহসভাপতি, আইনুল হক ও শরিফুল ইসলামকে সহসভাপতি, উদয় মহন্তকে সাধারণ সম্পাদক, মান্নান প্রামানিককে সিনিয়র সহসাধারণ সম্পাদক, রাশেদ খানকে সহসাধারণ সম্পাদক, মোখলেছুর রহমান বাবুকে সাংগঠনিক সম্পাদক, বিপ্লব বসাককে সহসাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলমকে অর্থ সম্পাদক, বাবলু প্রামানিককে সহঅর্থসম্পাদক, নুরুল আফছারীকে প্রচার ও দপ্তর সম্পাদক, সবুর ইসলামকে সহ প্রচার ও দপ্তর সম্পাদক, হেলাল উদ্দিনকে ধর্মীয় সম্পাদক এবং জাহাঙ্গীর রহমান ও সোহান প্রামানিকে কার্যকর্রী সদস্য মনোনীত করা হয়।
আফজাল সভাপতি, উদয় সম্পাদক পরিবেশক সমিতি দুপচাঁচিয়া শাখার নতুন কমিটি গঠন
2 weeks ago
10 Views

You may also like
সর্বশেষ সংবাদ

