স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ পুকুরকাটাসহ নানা কারণে সৃষ্ট জলাবদ্ধতা দুরীকরণে বিএডিসির সেচ বিভাগের অর্থায়ণে জেলাব্যাপী খালকাটা কর্মসুচি চালু করা হয়েছে। সোমবার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী খালের সাড়ে ৫ কিলোমিটার পুনঃ খনন কাজের উদ্বোধর করেন জেলা প্রশাসক সেরাজ কুমার নাথ। জেলা প্রশাসক এ সময় বেকু গাড়ি দিয়ে নিজেই খাল কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যড আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, বিএডিসির ঝিনাইদহ জোনের সহকারী প্রকৌশলী মাযহারুল ইসলাম, সাধুহাটী বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক আলতাফ হোসেন, বিএডিসির উপসহকারী প্রকৌশলী সৌরভ কুমার, সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন ও মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন বিশ্বাস, সাধুহাটীর ইউপি মেম্বর মুরসালী, মতিয়ার মালিথা ও সাংবাদিক গিয়াস উদ্দীস সেতু প্রমুখ উপস্থিত ছিলেন। বিএডিসি সুত্রে জানা গেছে, সাধুহাটী ফার্ম থেকে সদর উপজেলার চোরকোল পয়েতপুর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার খাল কাটা হবে। ঝিনাইদহ বিএডিসির উপসহকারী প্রকৌশলী সৌরভ কুমার জানান, জেলাব্যাপী খাল পুনঃ খননের অংশ হিসেবে সদরের বংকিরা গ্রামে কাজলের খাল, রাঙ্গিয়ারপোতা দোলতেমারা খাল, কুশাবাড়িয়া, কালিকাপুরের চাতরার খাল, নিজপুটিয়া ও শৈলকুপার দুলালপুর মিলে প্রায় ২৭ কিলোমিটার খাল কাটা হয়েছে। এ জন্য দুই লটে ব্যায় হচ্ছে প্রায় ৩৪ লাখ টাকা। খাল খনন ও পুনঃ খননের ফলে জলাবদ্ধতা দুর হবে কৃষকরা জানিয়েছেন।
ঝিনাইদহের সাধুহাটীতে খালকাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক সরোজ নাথ
4 days ago
3 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বাজুস এর অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহন
13 hours ago
বগুড়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
14 hours ago
ধুনটে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ আহত ৬
14 hours ago

