স্টাফ রিপোর্টার:কুয়াশায় ট্রেন দেখতে না পেয়ে বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে কাজী আসাদুল খন্দকার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় সান্তাহার রেলস্টেশনের অদূরে মালশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আসাদুল উপজেলার সান্দিড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে। রেলওয়ে থানা পুলিশ জানায়, উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রাম এলাকায় রেললাইনের উপর দিয়ে পার হচ্ছিলেন যুবক আসাদুল। এসময় ঘন কুয়াশায় পারবর্তীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি দেখতে না পেয়ে মঙ্গলবার সকাল ৮টায় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, ওই যুবক দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন। কুয়াশায় ট্রেনটি দেখতে না পাওয়ায় ফাঁকা স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সান্তাহারে ট্রেনে কাটাপড়ে যুবকে মৃত্যু
2 weeks ago
11 Views
