ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে ২ টি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের পাঁচ সদস্য গ্রেফতার।
সোমবার (১১ জানুয়ারি) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ৩ রাউন্ড এ্যামুনিশন, ৪টি চাকু, ৫টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।