কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এজিএম বাদশাহ্ কে স্থায়ী বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধরণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন এক বিবৃত্তিতে জানান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এজিএম বাদশাহ্ ২য় বার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহি সংসদের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট শপথ ভঙ্গ করায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং এতদসংক্রান্ত সুপারিশ কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।