নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি বিকেল ৪ টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংসর ও নুনদহ যুবসমাজের আয়োজনে খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভাটগ্রাম ফুটবল একাদশ বনাম বাঁশবাড়িয়া ফুটবল একাদশ। ভাটগ্রাম ফুটবল একাদশ ২-০ গোলে বাঁশবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে। বিকেল সাড়ে ৫ টায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রতিনিধি আলাউদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও ব্যবসায়ী জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আকবর হোসেন বাচ্চু, বিএনপি নেতা আব্দুর রহিম, মশিউর রহমান, সমাজসেবক কামাল হোসেন, সাইফুল ইসলাম, রুহুল আমিন হিমেল ও রফিকুল ইসলাম প্রমুখ।
নন্দীগ্রামে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
1 week ago
16 Views

You may also like
সর্বশেষ সংবাদ

