সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি)ঃ সরকার ঘোষিত দারিদ্র বিমোচন হত-দরিদ্র জনগোষ্ঠী ভিজিডি চক্র অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর চর-ভুরুঙ্গামারী ইউনিয়নে ভিজিডি তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বঞ্চিত হয়েছেন প্রকৃত হত-দরিদ্ররা। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সহ সংশিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলম ব্যাপারী। জানা গেছে, উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নে ভিজিডি ২০২১-২০২২ চক্র ২৩৭টি কার্ডের বরাদ্দ পায়। সে মোতাবক তালিকা প্রণয়ন করতে বলা হয়। হতদরিদ্র তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়মের আভিযোগ উঠেছে। দুস্থ ও অসচ্ছল পরিবার বাদ দিয়ে সচ্ছল পরিবারের নামে ওই তালিকায় অর্ত্মভুক্ত করা হয়েছে। চর-ভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান এটিএম ফজলুল হক প্রকৃত হত-দরিদ্রদের বাদ দিয়ে স্বজনপ্রীতি করে তার সমর্থক সচলদের নামে তালিকা প্রণয়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহাবুল আলম ব্যাপারী জানান, চেয়ারম্যান ফজলুল হক উৎকোচের বিনিময়ে প্রকৃত হত-দরিদ্রদের বাদ দিয়ে মনগড়া নিজের পছন্দমত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। কোন প্রকার যাচাই-বাছাই না করে নীতিমালা বহিঃর্ভূত তালিকা সংশিষ্ট দপ্তরে জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ পেয়েছি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাক তদন্তের জন্য নিঊর্দশ দেয়া হয়েছে।
চর ভুরুঙ্গামারী ইউনিয়নে ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
6 days ago
8 Views

You may also like
সর্বশেষ সংবাদ
১৮ বছর পর ফেসবুকে মেয়েকে খুঁজে পেলেন বাবা
2 hours ago
৫ম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
2 hours ago
ফরিদপুরে দুই ইউপি চেয়ারম্যান কারাগারে
2 hours ago
ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ১৫
2 hours ago
ইউপি সদস্য হত্যায় নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড
2 hours ago
হাওয়ায় ভাসতে ভাসতে ট্রেন ছুটল ৬২০ কি.মি বেগে
2 hours ago

