স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সকালে হলিধানী মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আবদুর রহিম বাদশা, ইরান বাদশা, সেলিম মোল্লা, আমিনা খাতুন, লিটন মিয়া, আলী হাসান, রহমত আলী, সালাম মিয়া, রাসেল হোসেন ও নাজমুল হোসেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হলিধানী চাতাল এলাকায় কে বা কারা আতশবাজি ফোটায়। এ নিয়ে সন্ধ্যায় ওই গ্রামের মসলেম উদ্দিনের সমর্থকদের সঙ্গে ওমর আলী সর্দারের সমর্থকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ঝিনাইদহের হলিধানী গ্রামে আতশবাজি ফোটানো নিয়ে সংঘর্ষে আহত ১০
3 months ago
14 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কৃষক নেতা ডাঃ মকবুল হোসেন এর মৃত্যুতে আমরা শোকাহত
14 hours ago
গাবতলীতে কৃষকলীগের শোক র্যালী
15 hours ago
গাবতলী প্রেসক্লাবে ৪জনের সাধারণ সদস্যপদ লাভ
15 hours ago
ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভা অনুষ্ঠিত
15 hours ago