স্টাফ রিপোর্টার:বগুড়ায় জুয়ার আসর থেকে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের নান্নুর গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নান্নু(৫০), মোংলা(৩৮), জুয়েল রানা(৩৫), সুলতান(৩৫), সাফিন খান(২৮), মোফাজ্জল(৩৫), রফিকুল ইসলাম(৩২), সুমন শেখ(২৮), সুজন(৩০), সোনালাল রবিদাস(৪২), আঃ সালাম(৩০), জিল্লুর রহমান(৪০) এবং আজম খান(৩২)। গ্রেফতারকৃতরা সোনাতলা আগুনিয়াতাইড় গ্রামের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ লক্ষাধিক টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নান্নুর গ্যারেজের ভিতরে থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ এক লাখ তিন হাজার টাকাসহ ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ায় জুয়ার সরঞ্জাম টাকা সহ ১৩ জুয়াড়ি গ্রেফতার
3 months ago
96 Views

You may also like
সর্বশেষ সংবাদ
নন্দীগ্রামে ২ সার ডিলারের জরিমানা
6 hours ago
ঘোড়াঘাটে মোজামপার্কে নিরাপত্তা প্রহরীকে হত্যা
6 hours ago
গোবিন্দগঞ্জে ট্রাক খাদে পড়ে ড্রাইভার নিহত
6 hours ago
সাদুল্যাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
6 hours ago