দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় মদিনা শপিং কমপ্লেক্স এর শুভ উদ্বোধন উপলক্ষে দোকান মালিক সমিতির আয়োজনে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শপিং কমপ্লেক্সের অভ্যন্তরে এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা মদিনা শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি গোলাম রব্বানী মহলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক সাব্বির রহমান, কোষাধ্যক্ষ মাসুদ রানা সহ সমিতির সকল দোকান মালিকগণ। উল্লেখ্য গত ১এপ্রিল উপজেলা পরিষদ রাস্তায় পার্শ্বে নবনির্মিত এ মার্কেটের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদেরকে দোকানীরা ৫’শ টাকার পন্য কিনলেই একটি করে কূপন প্রদান করেন। প্রদানকৃত কূপনের মধ্যে থেকে র্যাফেল ড্র এর মাধ্যমে মোট ৫১টি পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসাবে একটি ডিপফ্রিজ জিতে নেন উপজেলার পৌঁওতা গ্রামের রাকিব হোসেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় মদিনা শপিং কমপ্লেক্সের র্যাফেল ড্র অনুষ্ঠিত
3 months ago
8 Views

You may also like
সর্বশেষ সংবাদ
অনিয়ম-দুর্নীতির আখড়া তানোর শিক্ষা অফিস
4 hours ago
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
4 hours ago