শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলস্টেশনে আটক করা এক পকেটমারকে আড়ালে নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে মোসলিম উদ্দীন নামের রেল পুলিশ সদস্যকে (কনস্টেবল) ক্লোজড করা হয়েছে। সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ওই পুলিশ সদস্য পাকশী পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন। জানাগেছে, গত শুক্রবার রাতে নওগাঁর দোগাছী গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান রুকু তার বোনের মেয়েকে (ভাগ্নি) ঢাকাগামী নীলসাগর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে তুলে দেয়ার জন্য সান্তাহার জংশন স্টেশনে আসেন। ট্রেন স্টেশনে আসলে তাকে তুলে দেয়ার সময় এক পকেটমার তার পায়জামার পকেট থেকে টাকা ও ভাগ্নির হাতব্যাগ থেকে অলঙ্কার তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় পকেটমারকে হাতেনাতে ধরে প্লাটফরমে দায়িত্বরত মোসলেম উদ্দীন নামের রেল পুলিশ সদস্যর কাছে সোপর্দ করেন তারা। ট্রেন চলে যাওয়ার পর রুকু জানতে পরেন আটক করা পকেটমারকে পুলিশ সদস্য মোসলেম উদ্দীন ছেড়ে দিয়েছেন। বিষয়টি তিনি জিআরপি থানার ওসিকে জানালে শনিবার ওই পুলিশ সদস্যকে ক্লোজড করে পাকশী পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পকেটমারকে আটক করে থানায় না নিয়ে ছেড়ে দেয়ায় পুলিশ সদস্য মোসলিম উদ্দীনকে ক্লোজড করে পাকশী পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।
সান্তাহারে পকেটমার কে ছেড়ে দিলেন পুলিশ কনস্টেবল অবশেষে ক্লোজড
3 months ago
29 Views

You may also like
সর্বশেষ সংবাদ
অনিয়ম-দুর্নীতির আখড়া তানোর শিক্ষা অফিস
4 hours ago
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
5 hours ago