ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির তালা ভেঙ্গে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ বগুড়া সদর উপজেলার তৎকালীন ইউএনও আজিজুল হকের নিদের্শে গত ২০১৯ সালে শহরের ফুলবাড়ী পল্লীমঙ্গল সমিতি ক্লাবে দেয়া তালা ভেঙ্গে ফেলা হয়েছে বলে সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল আলম শাওন থানায় অভিযোগ করেছে। লিখিত অভিযোগে বলা হয় প্রায় ৩ বছর আগে বগুড়া সদর উপজেলার তৎকালীন ইউএনও আজিজুল হকের নির্দেশে শহরের ফুলবাড়ী পল্লীমঙ্গল সমিতি ক্লাব তালাবদ্ধ করে রাখা হয়। হঠাৎ করেই গত ৭ মে ২০২২ তারিখে ভোর অনুমান ৬ ঘটিকার সময় শহরের ফুলবাড়ী মধ্যপাড়ার মৃত ওবায়দুল্যার ছেলে মোঃ মাহফুজার রহমান (৬৮), মোঃ ইদ্রিসের ছেলে গোলাম রব্বানী মৃধা (৪৫), ফুলবাড়ী কারিগর পাড়ার আব্দুল মজিদের ছেলে মামুনুর রশিদ মামুনসহ অজ্ঞাত আরো ৪/৫ জন অসৎ উদ্দেশ্যে উক্ত সমিতির তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তার পর তারা ক্লাবের কিছু মালা মাল নিয়ে যায়। সংবাদ পেয়ে অভিযোগ কারি ও ক্লাবের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সংবাদ দিলে পূলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই বিবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির তালা ভেঙ্গে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ
3 months ago
17 Views

You may also like
সর্বশেষ সংবাদ
নন্দীগ্রামে ২ সার ডিলারের জরিমানা
6 hours ago
ঘোড়াঘাটে মোজামপার্কে নিরাপত্তা প্রহরীকে হত্যা
6 hours ago
গোবিন্দগঞ্জে ট্রাক খাদে পড়ে ড্রাইভার নিহত
6 hours ago
সাদুল্যাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
6 hours ago