রুবাইত হাসান,স্টাফ করেসপন্ডেন্ট : নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এক অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে গূদামজাত ৭৫৩ লিটার সয়াবীন তেল উদ্ধার করে সাধারন ক্রেতাদের মধ্যে নির্ধারিত মূল্যে প্রকাশ্যে বিক্রি করেছে।
বৃহঃস্পতিবার (১২ মে) বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার সদরে এলাকায় অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানগুলোর নাম আটাপট্টির কিরন ট্রেডার্স, রঞ্জিত পাল ও গোস্তহাটির মোড় -এর আজাদ ষ্টোর।