মান্দা থেকে ফিরে তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের নুরুল্ল্যাবাদ দক্ষিনপাড়া গ্রামের বাসিন্দা মৃত গুলসোহাম্মদ সোনারের পুত্র ও বাঙলা ভাইয়ের ঘনিষ্ঠ সহচর হাজি ইয়ার মোহাম্মদ সোনারের বিরুদ্ধে ভুমিদস্যুতার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, ইয়ার মোহাম্মদের ভুমিদস্যুতায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এঘটনায় গত ১ ফেব্রুয়ারী রোকেয়া বেগম দিগর বাদি হয়ে ইয়ার মোহাম্মদ সোনার দিগরকে বিবাদী করে নুরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদে (ইউপি) লিখিত অভিযোগ করেছেন। এদিকে ৭ ও ২৩ ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে সালিশ বৈঠক বসানো হলেও সেখানে ইয়ার মোহাম্মদ উপস্থিত হয়নি। জানা গেছে, তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউপির ভারশোঁ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম পৈতৃক সুত্রে কদমতলী মৌজায়, জেল নম্বর ২৪৫ আরএস খতিয়ান নম্বর ১২ মোট ২ একর ৫৬ শতক সম্পত্তির ৪২ দশমিক ১৬৬ শতক সম্পত্তির মালিক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঁতের আঁধারে ইয়ার মোহাম্মদ দেশীয় অস্ত্রে সজ্জিত বহিরাগত লাঠি বাহিনী নিয়ে ওই জায়গায় রোকেয়া বেগমের লাগানো গাছ উপড়ে ফেলে জোরপুর্বক দখল করে। এদিকে ১৪ মে শনিবার রোকেয়া বেগম ফের ওই জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, জঙ্গি নেতা বাঙলা ভাইয়ের ঘনিষ্ঠ সহচর প্রভাবশালী ইয়ার মোহাম্মদ এলাকায় ভুমিদস্যু নামে পরিচিত। তার প্রধান কাজ নামে বেনামে অল্প কিছু জমি কিনে আশপাশের জমি দখর করা, এভাবে সে প্রায় তিনশ’ বিঘা জমির মালিক হয়েছেন,সরেজমিন অনুসন্ধান করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
মান্দায় হাজির বিরুদ্ধে ভুমিদস্যুতার অভিযোগ
3 months ago
15 Views

You may also like
সর্বশেষ সংবাদ
নন্দীগ্রামে ২ সার ডিলারের জরিমানা
6 hours ago
ঘোড়াঘাটে মোজামপার্কে নিরাপত্তা প্রহরীকে হত্যা
6 hours ago
গোবিন্দগঞ্জে ট্রাক খাদে পড়ে ড্রাইভার নিহত
6 hours ago
সাদুল্যাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
6 hours ago