দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনুর্ধ-১৭) দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে সোমবার বিকেলে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজিজুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহমুদুল হক শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুনিরুজ্জামান মুন্না প্রমুখ। এ টুর্ণামেন্টে ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ৮টি টিম অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে দুপচাঁচিয়া সদর ইউনিয়ন বনাম জিয়ানগর ইউনিয়ন এবং দুপচাঁচিয়া পৌরসভা বনাম চামরুল ইউনিয়ন টিমের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধারাভাষ্য প্রদান করেন রফিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন এমকে আলম ও সাজ্জাদ হোসেন।
দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
3 months ago
31 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কৃষক নেতা ডাঃ মকবুল হোসেন এর মৃত্যুতে আমরা শোকাহত
15 hours ago
গাবতলীতে কৃষকলীগের শোক র্যালী
17 hours ago
গাবতলী প্রেসক্লাবে ৪জনের সাধারণ সদস্যপদ লাভ
17 hours ago
ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভা অনুষ্ঠিত
17 hours ago