স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। উপজেলা শহরের কপোতাক্ষ নদীর তীরে নদী খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়। স্থানীয়রা জানায়, কপোতাক্ষ নদীর খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাখার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো গুছিয়ে রেখেছে সেখানে। স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, নদী খনন করার পর ওগুলো পাওয়া গেছে। বৃষ্টি হওয়ার পর ওগুলো বের হয়ে যায়। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে দেখতে পেয়ে হাড় ও খুলিগুলো গুছিয়ে রেখেছে। এখনও ওই অবস্থায় আছে। মুরব্বীদের বরাত দিয়ে কবির বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গন কবর দিত। এটি তার একটি গনকবর। এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিহ্ন। আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করব।
মহেশপুরের কপোতাক্ষ নদীর তীরে গণকবরের সন্ধান
3 months ago
16 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কৃষক নেতা ডাঃ মকবুল হোসেন এর মৃত্যুতে আমরা শোকাহত
14 hours ago
গাবতলীতে কৃষকলীগের শোক র্যালী
16 hours ago
গাবতলী প্রেসক্লাবে ৪জনের সাধারণ সদস্যপদ লাভ
16 hours ago
ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভা অনুষ্ঠিত
16 hours ago